Free E-Books Download (ফ্রি বাংলা ই-বুক ডাউনলোড): Ball Point by Humayun Ahmed

Author: captain Labels::

Free E-Books Download (ফ্রি বাংলা ই-বুক ডাউনলোড): Ball Point by Humayun Ahmed

0 comments |

বুশের সাথে এক দিন

Author: captain Labels::


বাংলাদেশ পুলিশ হেইড কোয়াটার এর সামনে একটা লোক কে দেখে আমি আমার যাত্র কিছুটা স্থীর করলাম ।লোকটা দেখতে প্রায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ এর মত, লোকটা প্রতি তেমন গুরুত্ব দিলাম না। তারও একটা কারন আছে তা হলো কিছু দিন আগে বারাক ওবামার মতও এক জন কে পাওয়া গেছে তাই বলে কি তিনি বারাক ওবামা। চিন্তা করতে করতে যাত্রা শুরু করলাম।
বেশ কিছু দিন পর আবার দেখা হলো ঐ লোক টার সাথে এবার বাংলাদেশ প্রধান মন্তীর বাস ভবনের আশে পাশে ঘুর ঘুর করচ্ছে। আমি ভালো করে তাকিয় দেখলাম এত আমাদের বুশ সাহেব। আমি তার সাথে কথা না বলে নিজেক রুখতে পারলাম না। আমি ওনাকে নিয়ে এক টা পার্ক এ  বসলাম। আমার ইচ্ছে তার সাথে কিছুও সময় কাটানো এবং তার বাংলাদেশ সফর সম্পরকে জানা। আমি বাদাম চিবাতে চিবাতে জিজ্ঞাস করলাম তা বুশ সাহেব কেমন আছেন আপনি
বুশ বললেন ভালো না মন টা খুব খারাপ
কেন কেন- আমি বললাম
কেনো যে বাংলাদেশ এ জন্ম গ্রহন করলাম না
বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা
ভালোবাসাটা আসলে বাংলাদেশ এর খমতার উপর এখানে জন্ম গ্রহন করলে তো সারা জীবন সরকার প্রধান, দল প্রধান, সব প্রধান হয়ে থাকা যেত
তা আপনি বাংলাদেশ কেমন দেখলেন ( কথা ঘুরানোর চেষ্টা)
ভালো তবে কনো তেল এর খনি নেই
সেটা তও আমাদের কপাল ভালো বলতে হবে
কিছুও বললেন না কি ……
না তেমন কিছুনা
তা আপনা বাংলাদেশ সফর সম্পর্কে জানতে পারে
একটা বিশেষ গবেষনার কাজে আসা ।
যাক রাজনীতি থেকে অবসর নিয়ে গবেষনার কাজ ভালো
কি করবো ভাই আপনাদের মাতোত দুই এক বার মন্তী হয়ে দেশে অন্যতম ধনী হতে পারি
নাই
কি গবেষনা করছেন জানতে পারে কি
কিছু দিন আগে আপনাদের এক সংবাদে দেখলাম, আপনাদের পুলিশ এবং সরকারি কর্মকর্তা 
রা নাকি এক নেতা কে চোখের সামনে রেখে খুজে পায়না। এবং এও দেখলাম তিনি সে
সময় সরকারের সাথে বৈঠক তার সাথে জনসমাবেস করছিলেন । সেই নেতা কি এমন
জিনিস ব্যবহার করছিলেন যে পুলিশ তাকে দেকছেনা । তাই গবেষনা……।।
তা গবেষনা শেষে কি করবেন
ভাই চিন্তায় আছি, আসলে আজ পর্যন্ত কেউ ত এদেশে কোন তদন্ত বা গবেষনা শেষে করতে
পারেনাই তাই বলছি আমি……………………
বাংলাদেশের রাজনীতিবিদের কি পরিবর্তন আপনি লক্ষ্য করলেন
তাদের অনেক পরিবর্তন হয়েছে তবে তা মানসিক না শারিরীক  

0 comments |

আমার আর গাধার মাঝে মিল কোথায়

Author: captain Labels::


আমি সব কিছু বুঝে চুপ থাকি
আর গাধা কিছু না বুঝে চুপ থাকে

0 comments |

বায়োগ্যাস

Author: captain Labels::


গবাদি পশুর গোবর মূত্র প্রক্রিয়াজাত করে এতদিন শুধু বায়োগ্যাসই উৎপাদিত হতো। এখন উৎপাদিত হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) আর এটা হয়েছে সিলেট শহরতলির বালুচরে। কাজটি করছেন খোকন দাস নামের এক যুবক। স্থানীয় টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মছবি্বরের মালিকানাধীন একটি বায়োগ্যাস প্লান্টকে তিনি সিএনজি পাম্পে পরিণত করেছেন। খোকন দাসের এই বিরল উদ্ভাবনের কথা লোকমুখে প্রচার হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে আসছেন প্লান্টটি। অনেকে নিজেদের এলাকায় বায়োগ্যাস থেকে সিএনজি প্লান্ট করতে খোকন দাসের প্রযুক্তিগত পরামর্শ সহযোগিতা চাচ্ছেন। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় প্রযুক্তির প্রসার ঘটানো সম্ভব হলে দেশের সিএনজি গ্যাসের চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন খোকন দাস।

খোকন দাস বাংলাদেশ প্রতিদিনকে জানান, বর্তমানে বালুচরের যে প্লান্টে তিনি কাজ করছেন ওই প্লান্টের মালিক আবদুল মছবি্বরের খামারে ১৩২টি গরু রয়েছে। ওই গরু থেকে প্রতিদিন প্রায় সাড়ে ২৬০০ কেজি গোবর মূত্র পাওয়া যায়। এই গোবর মূত্র দিয়ে তিনি প্রথমে বায়োগ্যাস উৎপন্ন করে কমপ্রেসারের মাধ্যমে বড় ট্যাংকের মধ্যে রিজার্ভ করেন। পরবর্তীতে রিজার্ভ ট্যাংক হতে কয়েক রকমের ফিল্টার কমপ্রেসারের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে বায়োগ্যাসকে সিএনজিতে রূপান্তর করেন। খোকন দাস জানান, খামারের পাওয়া ওই গোবর মূত্র থেকে প্রতিদিন প্রায় ৩৩৬ কিউবেক মিটার সিএনজি উৎপাদিত হয়। গ্যাস দিয়ে আট ঘণ্টা প্লান্ট চালু রেখে প্রায় ৭০টি সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করা যায়। আরও এক হাজার কেজি গোবরের ব্যবস্থা করা গেলে প্লান্টটি ১২ ঘণ্টা চালু রাখার পাশাপাশি ৫০০ কিউবেক মিটার সিএনজি উৎপাদন সম্ভব হতো। সিএনজি প্লান্টের মালিক ইউপি চেয়ারম্যান আবদুল মছবি্বর বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্লান্টের প্রযুক্তিগত কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। ব্যাপারে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক . আবু ইউসূফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বায়োগ্যাসের মধ্যে ৪০ ভাগ কার্বন ডাই-অক্সাইড ৬০ ভাগ মিথেন থাকে। মিথেনই হচ্ছে সিএনজির মূল উপাদান। হাই কমপ্রেসারের মাধ্যমে বায়োগ্যাস থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করা গেলে সিএনজি উৎপাদন সম্ভব। তিনি আরও বলেন, বায়োগ্যাস থেকে সিএনজি উৎপাদন করা হলে ভূগর্ভস্থ গ্যাসের উপর চাপ কমবে। সম্ভাবনাময় এই খাতের বিকাশে সবার আগে সরকারকে এগিয়ে আসতে হবে।

উদ্ভাবনের গোড়ার কথা : খোকন দাসের জন্ম চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া গ্রামে। জীবিকার তাগিদে ২০০৮ সালে চট্টগ্রাম ছেড়ে বান্দরবন চলে যান। সেখানে এক বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের তৈরি ডায়াবেটিস রোগের আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেন। ওষুধ বিক্রির টাকা দিয়ে দুইবন্ধু মিলে সেখানে প্রথমে একটি বায়োগ্যাস প্লান্ট করে বিদ্যুৎ উৎপাদন করেন। তাদের প্লান্টের বিদ্যুতে আলোকিত হয় বান্দরবান সদর উপজেলার সোয়ালগ বাজার। হঠাৎ একদিন খোকনের মাথায় বায়োগ্যাসের বদলে সিএনজি উৎপাদনের চিন্তা আসে। যেই ভাবা সেই কাজ। শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা। সাহস করে একদিন বায়োগ্যাস থেকে উৎপাদিত সিএনজি একটি অটোরিকশায় ভরাণ। ওই গ্যাস নিয়ে গাড়ি চালাতে গিয়ে কিছু সমস্যা হয়। পরে ফিল্টারের পরিমাণ বাড়িয়ে বায়োগ্যাসকে আরও পরিশোধন করে গাড়ির জ্বালানির উপযোগী করে তোলেন। ২০১০ সালের শুরুতে বান্দরবানে তার প্লান্ট থেকে বাণিজ্যিকভাবে সিএনজি বিক্রি শুরু করেন। কিন্তু কাঁচামাল সংকটসহ নানা জটিলতায় পড়ে এক সময় খোকন দাসকে বন্ধ করে দিতে হয় ওই প্লান্ট। মাস চারেক আগে সিলেটের বালুচরের আবদুল মছবি্বর তার বায়োগ্যাস প্লান্টকে সিএনজিতে রূপান্তরের জন্য বান্দরবান থেকে নিয়ে আসেন খোকন দাসকে। তারপর থেকেই নতুন অধ্যায়ের শুরু।


রিপোর্টঃ শাহ দিদার আলম নভেল
তথ্যসূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন
তারিখঃ ০৮ মার্চ, ২০১২

0 comments |

বিভাগ

Followers

About

নোটিশ

সবার জন্য শুভ কামনা

Blogger Tricks

Blogger templates

গাধার দলের ক্যাপটিন. Blogger দ্বারা পরিচালিত.

Popular Posts

মোট পৃষ্ঠাদর্শন

banner 1 banner 2